কবি আবদুল্লাহ ইবনে রাওয়াহা রা. এর জাহেলি জীবনের তিনটি কবিতা।। বাপ্পা আজিজুল ।। মানসলোক।।

 

 


কবি আবদুল্লাহ ইবনে রাওয়াহা রা. এর 

জাহেলি জীবনের তিনটি কবিতা

বাপ্পা আজিজুল

 

১. জাহেলি যুগের প্রসিদ্ধ 'ফাদা' যুদ্ধে আওস খাযরাজেরা মুখোমুখি হয় তুমুল লড়াইয়ে আওস শেষপর্যন্ত খাযরাজদের পরাভূত করলে আওসকবি কায়েস ইবনে খুতাইম খাযরাজীদের কটাক্ষ করে কবিতা বাঁধেন প্রত্যুত্তরে আবদুল্লাহ ইবনে রাওয়াহা কবিতায় বলেন-

 

যখনই তুমি ইয়াসরিবে আসবে কিংবা পরিদর্শন করবে,

আমাদের সেখানের সবচেয়ে বদান্য ও উদার হিসেবে পাবে

শত্রুর প্রতি অতি কঠোর এবং কল্যাণকামীর কাছে কোমল,

কোন সংকটে সমবেত হলে অত্যন্ত বিপদজনক, সর্বাধিক ন্যায়পরায়ণ

এবং আমানতের ব্যাপারে সর্বোচ্চ সজাগ যত্নশীল

যখন আমাদের প্রতিশোধ কিংবা পড়শির সাহায্যে ডাকা হয়

তখন সর্বাধিক সংখ্যা নিয়ে আমরা সেখানে হাজির হই

যখন তুমি জুশাম ইবনে আউফকে যুদ্ধের আহ্বান করবে

আমাকে নিষ্ক্রিয়, চিন্তিত কিংবা কুল পরিচয়হীন পাবে না

বরং আমার চারপাশে থাকবে সায়িদা ইবনে আমর,

তাইমুল্লাহের শিরস্ত্রাণ পরিহিত সশস্ত্র দলবল

তোমাদের ধারণা তোমরা বাদশাহ' সাথে যুদ্ধ করেছো,

আমরা মনে করি, আমরা গোলামের সাথে খেলেছি

 

২. জাহেলি যুগে 'জান্নাতুল বাকী'তে আরেকবার আওস খাযরাজের যুদ্ধ বাঁধে সে যুদ্ধেও আওসেরা জয়লাভ করে আরেক আওসকবি উবায়েদ ইবনে নাকিদ একটি কবিতা রচনা করে যার সূচনাপর্ব ছিলো এরকম-

 

যখন আমি বনু আউফকে দেখতে পেয়েছি,

তাদের ও বনু নাজ্জারের লোকেরা একত্র

হয়ে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে...

 

তার জবাবে ইবনে রাওয়াহা কবিতার বাক্যবাণ ছুড়ে দেন-

 

যখন আমি বনু আউফ ও তার ভাইদেরকে সগৌরবে-

বনু নাজ্জারকে স্বনির্ভর হয়ে দেখেছি জড়ো হতে

তারা তরবারির আঘাতে তোমাদের প্রতিরক্ষা বূহ্য ধসে দিয়েছিলো

এবং তোমাদের উপর নজিরবিহীন হামলে পড়েছিলো

 

৩. মদিনায় ইসলামের আবির্ভাবের অল্প কিছুকাল পূর্বে নবুয়তের সপ্তম বছরে আবারও সংঘর্ষ বাঁধে ইতিহাসে যা বুয়াসের যুদ্ধ হিসেবে খ্যাত মূলত তা ছিলো ইহুদিদের চক্রান্ত আওস ইহুদিদের দূরভিসন্ধিতে চটে যান কবি ইবনে রাওয়াহা তিনি কবিতায় তিরস্কার করে বলেন-

 

হে কায়েস, তোমরা ঐতিহ্যগতভাবে স্বজাতির

সর্বনিকৃষ্ট মানব, বংশগতভাবে দূর্বল-হীন

তাদের সাথে জোট বেঁধেছে অশ্লীলতা, কৃপণতা

এবং খেয়ানতকারী, লুটেরা, ইতর গোত্র কুলীন

হে কায়েস, লুটের মাল ভোগ করতে পারে কেবল সে,

যেজন মাথায় তরবারির আঘাত হানতে পারে

অথচ যুদ্ধের প্রান্তরে তুমি ছিলে অনুপস্থিত,

আমাদের খেলাচ্ছলে লড়াইয়ে  আহ্বান করছিলে

যুদ্ধকালীন যদি তুমি থাকতে সেই দলে,

অবশ্যই তুমি দেখতে পেতে হে নিজেকে

পরাজিত ধরাশায়ীদের কাতারে

 

[লেখকের প্রকাশিত 'কবি' উপন্যাস থেকে পরিমার্জিত]

 


 

No comments

Theme images by A330Pilot. Powered by Blogger.