দশটি রুবাই।। বাপ্পা আজিজুল || মানসলোক।।
দশটি রুবাই
বাপ্পা আজিজুল
১।
গিন্নীর একগাদা নালিশ
কর্তা করে না মালিশ,
ভাত না খাওয়ার অজুহাত;
বসাইছে গ্রাম্য সালিশ।
২।
আঙিনা জুড়ে আল্পনা,
আকাশ-কুসুম সব কল্পনা
নিয়ে কাটছে অহোরাত্র;
শুকতারা তবু মিলছে না।
৩।
এই বর্ষায়
একটু ঠাঁই
দিস বন্ধু
তোর ডেরায়।
৪।
ঘরে উঠছে আউশ,
গিন্নির হরেক হাউশ;
কিনে দিতে হবে
নতুন শাড়ি-ব্লাউজ।
৫।
হঠাৎ করেই রাস্তায়
পেয়ে গেলুম সস্তায়
বস্তা খানেক বিষাদ,
রোজ ডোজ নেব সন্ধ্যায়।
৬।
বারোটা
পরোটা,
প্রভাতের
মেন্যুটা।
৭।
গহীনে
করলে তালাশ
আলবত পাবে সে
খালাস
প্রবৃত্তির পূজো থেকে,
আছে যা ভ্রান্তিবিলাস।
৮।
লাঞ্ছনা
বঞ্চনা
দে, নে
ধর
সুখ বায়না।
৯।
বিষ
দিস,
শোধ
নিস।
১০।
আয়েশে
খায়েশে
ধরে জং
মানসে।
No comments