দিনলিপি ~বাপ্পা আজিজুল।। ছড়া।। মানসলোক।।
দিনলিপি
~বাপ্পা আজিজুল
দিনলিপিটা
ভইরা গেছে
আজে-বাজে
কাজে।
ইজি কাজে বিজি থাকি
সকাল-বিকাল-সাঁঝে।
আধেক বেলা আরো কাটে
ভেক ধরা ও
সাজে।
এই আমি নই তো সেই আমি
কেউ বুঝে না
তা যে।
দিনলিপি
~বাপ্পা আজিজুল
দিনলিপিটা
ভইরা গেছে
আজে-বাজে
কাজে।
ইজি কাজে বিজি থাকি
সকাল-বিকাল-সাঁঝে।
আধেক বেলা আরো কাটে
ভেক ধরা ও
সাজে।
এই আমি নই তো সেই আমি
কেউ বুঝে না
তা যে।
No comments