চট্টগ্রামে অনুষ্ঠিত হল শুক্রবারের সাহিত্য আড্ডা || মানসলোক ||

 উত্তর আধুনিক সাহিত্য আন্দোলন, চট্টগ্রাম এর উদ্যোগে 'শুক্রবারের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত'

১৯ নভেম্বর, ২০২১; শুক্রবার, উত্তর আধুনিক সাহিত্য আন্দোলন, চট্টগ্রাম এর উদ্যোগে 'শুক্রবারের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত' হল। 'শিকড়ায়ন বাংলাদেশ' এর সহযোগিতায় বন্দর নগরীর পাঁচলাইশস্থ জাতিসংঘ পার্কে বিকাল ৩.৩০ মিনিটে আড্ডাটি অনুষ্ঠিত হয়। এতে মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন কবি ও চিন্তক, আজিজ রাজ্জাক। আড্ডা সঞ্চালনা করেন উত্তর আধুনিক সাহিত্য আন্দোলন, চট্টগ্রামের সংগঠক, কবি খোরশেদ মুকুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি রিয়াজ মোরশেদ সায়েম, কবি মিজবাহ রবিন, কবি মল্লিক মাহমুদ, আবদুল্লাহ আল-মামুন, তামিমসহ আরও অনেকে। 'কবিতা দেশ, কাল, ঐতিহ্যের- কবিতা উত্তর আধুনিকতার' বিষয়ক সেমিনার, ১৯৯৫: একটি পর্যালোচনা- শীর্ষক আলোচনা পেশ করেন কবি আজিজ রাজ্জাক। 


No comments

Theme images by A330Pilot. Powered by Blogger.