Bappa Azizul

 

Bappa Azizul

Bangladeshi poet, essayist & novelist. Editor of 'Kobitika' (little mag) & 'Manoslok' (webzin). Physician & psychiatrist.
 
 
পথের মানুষ পথে নামি,
পথে করি বাস।
পথের মাঝেই দিন বদলের
স্বপ্ন করি চাষ।
 
~ বাপ্পা আজিজুল 
 
 
 বাপ্পা আজিজুল
বাপ্পা আজিজুল।
কবি। প্রাবন্ধিক। ঔপন্যাসিক। সম্পাদনা করছেন 'কবিতিকা'- অণু কবিতার কণা কাগজ। 'মানসলোক'- ওয়েবজিন। বাংলাভাষায় ফিলিপিনো হাইকু খ্যাত 'তানাগা' চর্চা করছেন। 'ন্যানোকাব্য' নামে পাঁচ লাইনের কবিতার তাঁর নিজস্ব নিরীক্ষণ রয়েছে। জন্ম ও বেড়ে ওঠা উত্তরের প্রবেশদ্বার খ্যাত বগুড়াতে। বগুড়া জিলা স্কুল থেকে এসএসসি, সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসিতে জিপিএ ৫.০০ পেয়ে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে মনোরোগ বিষয়ে এমডি কোর্সে অধ্যয়নরত। 
 
 
প্রকাশিত গ্রন্থসমূহ:
Enter

আজিজুল


অন্তরিন (কবিতাগ্রন্থ, ২০১৪; প্রত্যয় প্রকাশন) নাগরিক বিষণ্ণতা (কবিতাগ্রন্থ, ২০১৭; শব্দশিল্প প্রকাশন) ইবরাহিম আ.- ফাদার অব প্রোফেটস (জীবনী মূল্যায়ন, ২০১৬; শব্দশিল্প) রমাদান কারীম- দ্যা প্যানাসিয়া অব হার্ট (রমাদান বিষয়ক নন-ফিকশন, ২০১৬, লাবিবা প্রকাশনী) নি:সঙ্গ পথিক (বায়োনভেলা, ২০১৯; বাংলাদেশ কো-অপারেটিভ বুক সো.) মুয়াজজিন (বায়োনভেলা, ২০২০; প্রচ্ছদ প্রকাশন) অটিজম ও অন্যান্য- ভিন্ন প্রেক্ষিতে জীবন (স্বাস্থ্য বিষয়ক প্রবন্ধ সংকলন, ২০১৯, দি পাথ ফাইন্ডার পাব.) কবি (বায়োনভেলা, ২০২১; গার্ডিয়ান পাবলিকেশন)



Theme images by A330Pilot. Powered by Blogger.