|| সিওমেকে অবসেসিভ-কম্পালসিভ ডিজঅর্ডার (ওসিডি) বিষয়ক গবেষণার ফল প্রকাশ || মানসলোক ||

 


ডেস্ক রিপোর্ট: সিওমেকে অনুষ্ঠিত হল অবসেসিভ-কম্পালসিভ ডিজঅর্ডার (ওসিডি) সংক্রান্ত 'সার্ভে ডিসেমিনেশন প্রোগ্রাম'। ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, সকাল ১০ টায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের 'মেডিকেল এডুকেশন ইউনিট'এ সিওমেক মনোরোগবিদ্যা বিভাগের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক এএইচএম এনায়েত হোসেন। তিনি বলেন, "এটি একটি সময়োচিত উদ্যোগ। No health without mental health. সিওমেক মনোরোগবিদ্যা বিভাগ থেকে প্রাণিত হয়ে অন্যান্য ডিসিপ্লিনও অনুরূপ গবেষণায় নিজেদের নিয়োজিত করবে। মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতে গবেষণা বৃদ্ধির ব্যাপারে অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গী পোষণ করেন"। এসময় তিনি শিক্ষার্থীদের মানসিক চাপ লাঘবে শিক্ষকদের আরও যত্নশীল ও সংবেদনশীল হওয়ার পরামর্শ দান করেন। মনোরোগবিদ্যা বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. আরকেএস রয়েল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিওমেক উপাধ্যক্ষ অধ্যাপক মুজিবুল হক এবং গাইনি এন্ড অবস বিভাগের প্রধান অধ্যাপক নাসরিন আখতার। 



এছাড়া বিভিন্ন বিভাগীয় প্রধান, সহকারি অধ্যাপক ও চিকিৎসকদের উপস্থিতিতে 'Prevalence of OCD among First Year Medical Students in Sylhet Division' শিরোনামে গবেষণা ও জরিপের ফলাফল উপস্থাপন করেন একই বিভাগের রেসিডেন্ট ডা. ইমদাদুল মাগফুর। গবেষণায় উঠে আসে সিলেট বিভাগে ১ম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে শতকরা ১৫.৩৮ জন ওসিডি রোগে আক্রান্ত। জরিপে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের হার ৬২% এবং ছাত্র ৩৮%। ডা. মোহাম্মদ হাসান'র সঞ্চালনায় অনুষ্ঠানে এব্যাপারে বিভিন্ন সুপারিশ ও করণীয় সম্পর্কে বক্তারা আলোকপাত করে। 

No comments

Theme images by A330Pilot. Powered by Blogger.