বাপ্পা আজিজুল এর সমুদ্র দর্শন নিয়ে তিনটি কবিতা //মানসলোক
বাপ্পা আজিজুল এর সমুদ্র দর্শন নিয়ে তিনটি কবিতা
১.
সমুদ্র দর্শন
...
সমুদ্র দর্শনে ছিলাম,
অকস্মাৎ অবাধ্য ঢেউ এসে
পায়ে প্রণাম করে গেল;
অচ্ছুৎ মনে হল নিজেকে।
একগাদা থুতু দিলাম
ধক করে উঠল বুকটা
এই বুঝি নষ্ট হল জল(!)
গলা ফেটে বলতে ইচ্ছে করল
দুঃখিত!
ঢেউয়েরা যেন ম্যারাথনে মেতেছে
কে কার আগে কতদূর আছড়ে পড়বে(?)
পায়ের তলে মাটিতে সরে গেলে
জীবনপাঠ পেয়ে গেলাম।
শুভ্রবেলায় নগ্ন পায়ে
কুমারীর প্রথম লজ্জা ভাঙ্গার দায়ে মরি,
আনমনে আজও দিনটাকে স্মরি!
২.
ফানেল সমুদ্র
...
ফানেল সমুদ্র,
তোমার সফেদ তরংগ ফেনা
মন্থন করে আমায় আবে শাবাব দাও।
জরা কাটিয়ে বদরের যুবা বানাও,
আমি পয়গম্বরের পদ চুম্বন করে
লোহিত সাগরে ঝাপ দেব
আবে হায়াতের সন্ধানে
দ্বীপে দ্বীপে ছড়িয়ে যাব
দ্রোহের দাবানল -
আসমুদ্রহিমাচল।
৩.
চতুর্মাত্রিক সম্পর্ক
...
নীলের ত্রৈধবিন্দুতে আটকে স্থবির
ছিলাম কতকাল-
মহাকাল সে হিসেব আমার
কাছে নেই,
আকাশ-সমুদ্র আর তোমার নীল নয়ন
তিনে মিলে মিশে একাকার দিগন্ত রেখা।
বেদনায় নীলাভ এই হৃদয় চায় এটুকুই-
নীলের সীমানায় বেড়ে উঠুক
চতুর্মাত্রিক সম্পর্ক।

No comments